অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির বৈশিষ্ট্য আলোচনা কর

অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির বৈশিষ্ট্য: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিনস’ ১৯৩১ সালে প্রকাশিত তাঁর ‘Nature and significance of Economics Science’ গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনমূলক কার্যাবলি আলোচনা করে।”

বৈশিষ্ট্যাবলি: মানবজীবনে অভাব অসীম। আর এই অভাব পূরণের উপকরণও সীমিত। এই সীমিত উপকরণের বিকল্প ব্যবহারের মাধ্যমে একাধিক অভাব পূরণের ক্ষমতাসম্পন্ন অপ্রচুর দ্রব্যের সাথে উদ্দেশ্যের সমন্বয় সাধনের প্রচেষ্টাই অর্থনীতি। রবিন্স এর সংজ্ঞাটি বিশ্লেষণ করলে কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির বৈশিষ্ট্য

১. অসীম অভাব: মানুষের অভাব অসীম। একটি অভাব পূরণের সাথে সাথে আরেকটি অভাব দেখা দেয়।
২. সম্পদের সীমাবদ্ধতা: এ পৃথিবীতে সম্পদের পরিমাণ অত্যন্ত সীমিত। অর্থাৎ, মানুষের অভাব পূরণোপযোগী সম্পদের পরিমাণ সীমিত।

৩. সর্বজনীন বিজ্ঞান: রবিন্স তাঁর সংজ্ঞায় উচিত-অনুচিত বিষয়ে কোনো কথা বলেন নি যা অর্থনীতিকে একটি বিশুদ্ধ বিজ্ঞানে পরিণত করেছে।
৪. সম্পদের বিকল্প ব্যবহার: রবিন্স তাঁর সংজ্ঞায় সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বিকল্প ব্যবহারের কথা বলেছেন।

৫. অভাব নির্বাচন: রবিন্স সীমাবদ্ধ সম্পদের প্রেক্ষিতে অভাব নির্বাচনের কথা বলেছেন। অর্থাৎ গুরুত্ব অনুসারে অভাব মোচনের কথা বলেছেন। যেমন- প্রথমে আবশ্যকীয়, পরে আরামপ্রদ এবং তারপর বিলাস দ্রব্যের অভাব পূরণ করতে হয়।

৬. নির্বাচন ও সমন্বয়সাধন: তিনি অভাব নির্বাচন ও সম্পদের সাথে এর সমন্বয়সাধনের প্রতি গুরুত্ব দিয়েছেন। কারণ অভাব নির্বাচন ‘ ও সম্পদের সমন্বয়সাধনই অর্থনীতির মূল আলোচ্য বিষয়।
৭. ব্যয় সংকোচ: তাঁর সংজ্ঞায় ব্যয় সংকোচের বিষয়টিও ফুঠে ওঠে। তিনি বলেন সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব মেটানোর জন্য ব্যয় সংকোচের প্রচেষ্টা চালাতে হবে।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, মানুষের অভাব অসীম। এই অভাব পূরণের জন্য অর্থনৈতিক সম্পদ সীমিত ও দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য সম্পদ ব্যবহার করে মানুষের বস্তুগত অভাব পূরণ করা হয়। তাই রবিন্স এর সংজ্ঞাটি উন্নত, বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক।


আশাকরি “অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির বৈশিষ্ট্য” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Comment