অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা: অধ্যাপক মার্শাল অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “Economics is a study of mankind in the ordinary business of life.” অর্থাৎ “অর্থনীতি মানুষের সাধারণ কার্যাবলি আলোচনা করে।” মানুষের দৈনন্দিন কার্যাবলি বলতে আমরা সাধারণত তার ব্যয় নির্বাহের জন্য যেসব উপার্জনমূলক কাজ করে থাকি সেগুলোকেই বুঝে থাকি। অর্থাৎ সম্পদ আহরণ এবং তা উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জন বা শ্রম নিয়োগের মাধ্যমে মজুরি উপার্জন ইত্যাদি কাজকেই মানুষের দৈনন্দিন কার্যাবলি বলা হয়ে থাকে।
মার্শালের সংজ্ঞার বৈশিষ্ট্যসমূহ: অধ্যাপক মার্শাল তার দৃষ্টিকোণ থেকে অর্থনীতিকে শুধুমাত্র বস্তুগত সম্পদ আহরণের উপায় হিসেবেই বর্ণনা করেন নি পাশাপাশি এই সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানব কল্যাণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ পাওয়া যায়।
অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা
প্রথমত, অর্থনীতি শুধুমাত্র সম্পদকেই প্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ কার্যাবলি হিসেবে অভিহিত করেন নি। তাঁর মতানুসারে সম্পদ আহরণ এবং ব্যবহার করা হয় মানব কল্যাণের জন্য অর্থাৎ সম্পদ আহরণ বা ব্যবহারই প্রধান আলোচ্য বিষয় নয় বরং মানবকল্যাণে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, শুধু সম্পদ সংগ্রহের লক্ষ্যে সম্পদ আহরণকে অর্থনীতি উৎসাহিত করে না। বরং অর্থনীতি সাধারণ মানুষের দৈনন্দিন, জীবনের অভাব পূরণের মাধ্যমে পারিবারিক জীবনে পরিতুষ্টি বিধানকেই বিশেষ উৎসাহিত করে শুধুমাত্র মুনাফা বা অর্থ উপার্জনই তার একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য নয়।
তৃতীয়ত, অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা সমাজে বসবাসকারী মানুষের অর্থনৈতিক কার্যাবলি এবং দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে আলোচনা করে থাকে।
চতুর্থত, অধ্যাপক মার্শাল অর্থনীতিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বস্তুগত সম্পদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। যেসব দ্রব্যের বাহ্যিক সত্ত্বা রয়েছে সেগুলোকে আহরণ এবং সংগ্রহকেই অর্থনৈতিক বিবেচনায় অধিক গুরুত্বারোপ করা হয়েছে। যেসব দ্রব্য অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য সেগুলোই বিশেষভাবে অর্থনীতির বিবেচ্য বিষয় হিসেবে আলোচনা করা হয়েছে।
উপসংহার: উপযুক্ত আলোচনার আলোকে বলা যায়, সামগ্রিক দিক বিবেচনায় মার্শালের সংজ্ঞা বাস্তবতার আলোকে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মানবজীবনের সাথে অর্থনীতির যোগসূত্র স্থাপনে এই সংজ্ঞাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও দেখুন: অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির বৈশিষ্ট্য আলোচনা কর
আশাকরি “অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।