আয় বলতে কী বোঝায়? আয়ের প্রকারভেদ আলোচনা কর

আয়ের প্রকারভেদ আলোচনা কর: নির্দিষ্ট সময়ে ব্যক্তি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে থাকে। সাধারণত মানুষ ভোগ ও সঞ্চয়ের জন্য আয় করে থাকে। মানুষের আয়ের নির্দিষ্ট কোনো সীমা থাকে না। পরিশ্রমের মাধ্যমে অনেক আয় করা যায়। অর্থ উপার্জনের ভিত্তিতে আয়ের বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে।

আয়: অর্থনীতিতে আয় বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি শ্রম অথবা পারিশ্রমিকের মাধ্যমে কাজ করে যে অর্থ উপার্জন করে তাকে আয় বলা হয়। অন্যভাবে বলা যায় কোনো নির্দিষ্ট সময়ে শ্রম দিয়ে মানুষ ভোগ ও সঞ্চয়ের জন্য প্রাপ্ত অর্থই হচ্ছে আয়। কোনো ব্যক্তি শ্রম দিয়ে যে উপার্জন করে তাকে আয় বলা হয় আবার কোনো জমি বা সম্পদ ভাড়া দিয়ে যে খাজনা পাওয়া যায় তাকেও ওই সম্পদের মাধ্যমে উপার্জিত আয় হিসেবে ধরা হয়। সেলিগম্যানের মতে, “আয় হলো অর্থনৈতিক দ্রব্য থেকে সৃষ্ট তৃপ্তি প্রবাহ।” সুতরাং আয় সম্পদের সৃষ্ট ফল। অর্থনৈতিক ও সেবামূলক কার্য হতে মানুষ যে তৃপ্তি ভোগ করে তাই আয়ের অন্তর্ভুক্ত।

আয়ের প্রকারভেদ: আয় হলো সামগ্রিক প্রবাহ নতুন সম্পদ সৃষ্টি বা দিন, সপ্তাহ, মাস বা বছরের মতো একটি নির্দিষ্ট সময় ধরে অর্থনৈতিক প্রচেষ্টার ফলে সৃষ্টি হয়। আয়কে বিভিন্নভাবে ভাগ করা যায়।

আয়ের প্রকারভেদ আলোচনা কর

১. (ক) আর্থিক আয়: কোনো ব্যক্তি তার শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে উপার্জিত বস্তুগত বা আর্থিক প্রাপ্তিকে আর্থিক আয় বা Money income বলে।

(খ) প্রকৃত আয়: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে তার উৎপাদন উপাদানসমূহের মোট পারিশ্রমিক বা আয় থেকে উক্ত সময়ের মোট উৎপাদন ব্যয় বাদ দিলে যে Real income থাকে তাকে প্রকৃত আয় বলে।

২. (ক) মোট আয়: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্রব্যসামগ্রী ও আর্থিক মূল্যের সমষ্টি হলো মোট আয়।

(খ) নিট আয়: নিট আয় বলতে কর্মের আর্থিক মূল্যে প্রকাশিত প্রকৃত আয়কে বোঝায়।

৩. (ক) জাতীয় আয়: দেশে উৎপাদিত মোট দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টি হলো জাতীয় আয় । জাতীয় আয়ের ধারণাটি স্বল্পকালীন বিবেচনার জন্য খুবই প্রয়োজনীয়।

(খ) ব্যক্তিগত আয়: ব্যক্তিগত আয় বলতে কোনো ব্যক্তির ব্যক্তিগত আয়কে বোঝায়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, মানুষের অসীম অভাব পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত প্রচেষ্টা চালায়। এই প্রচেষ্টা বা কাজের ফলে মানুষ ফল লাভ করে এবং কিছু অর্জন করে। এই অর্জনই হলো তার আয়। অর্থাৎ আয় হলো কোনো ব্যক্তির শারীরিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থ।

আরও দেখুন: অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য
আরও দেখুন: বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় আলোচনা কর
আরও দেখুন: সম্পদ কী? সম্পদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: সম্পদের শ্রেণিবিভাগ আলোচনা কর
আরও দেখুন: উপযোগ কাকে বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর

আশাকরি “আয়ের প্রকারভেদ আলোচনা কর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Comment