আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমারা? আজকের আর্টিকেলে ই-কমার্স মডেল ফ্রেমওয়ার্ক বলতে কী বুঝায় এটি আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
ই-কমার্স মডেল ফ্রেমওয়ার্ক বলতে কী বুঝায়
ই-কমার্স মডেল ফ্রেমওয়ার্ক: ই-কমার্সের মডেল ফ্রেমওয়ার্ক অনলাইনে ব্যবসাকে সক্ষম করে। এটি প্রযুক্তিভিত্তিক স্তর থেকে শুরু করে একটি ব্যাপক কাঠামো অন্তর্ভুক্ত করে। পণ্য বিনিময়ের ধরন অপরিবর্তিত থাকলেও চ্যানেল এবং ব্যবসা করার বিন্যাস পরিবর্তিত হয়েছে। ই-কমার্সের মৌলিক কাঠামোটি আরো ভালোভাবে বুঝার জন্য নিম্নলিখিত মডেল ফ্রেমওয়ার্কগুলো প্রয়োজন-
১। নিজস্ব ব্র্যান্ড: অনেক নতুন ই-কমার্স উদ্যোক্তার পণ্য সম্পর্কে ভালো ধারণা আছে, তবে তাদের নিজস্ব পণ্য উৎপাদন ব্যবস্থা ও অভ্যন্তরীণ পণ্য সংগ্রহের ক্ষমতা নেই। সুতরাং তারা নির্মাতাদের কাছ থেকে অর্ডার দেয় এবং তারপরে একটি ব্যক্তিগত লেবেলের অধীনে পণ্যগুলো লেবেল, বাজারজাত ও বিক্রয় করে। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে ই-কমার্সের নিজস্ব ব্র্যান্ডের বাজারটি ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ৫ বছরে ৪ গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজস্ব ব্র্যান্ডকে শক্তিশালী হিসাবে তৈরি করার জন্য ২টি যুক্তি রয়েছে-
- প্রাইভেট-লেবেল পণ্যগুলো প্রতিযোগীদের থেকে পৃথক করে এই জন্য যে, এটির বেড়ে ওঠা ব্র্যান্ডিং এবং বিক্রি নিজেরাই নিয়ন্ত্রণ করে। প্রাইভেট লেবেল ব্র্যান্ডের মালিকরা ডিজাইন, স্পেসিফিকেশন, উৎপাদন কৌশল এবং তাদের একটি ব্যক্তিগত ব্র্যান্ডের অধীনে বিক্রয় করার একচেটিয়া অধিকার আছে। যেহেতু তারাই একমাত্র সরবরাহের উৎস, তাই তারা নিজেরাই ভালো বিপণনের সাথে বাজার চাহিদা তৈরি করতে পারে এবং প্রিমিয়াম চার্জগুলো নিজেরা করতে পারে।
- নিজস্ব ব্র্যান্ডের পণ্যগুলো সাধারণত তুলনামূলক বেশি লাভের সম্ভাবনা তৈরি করে। ব্র্যান্ডের মালিকরা উৎপাদন ও পরিচালন ব্যয়ের নিয়ন্ত্রণ রাখে বিধায় তারা সম্ভাবনা পণ্যের দামকে কমিয়ে আনতে পারে। বাজারে একমাত্র বিক্রেতা হিসেবে তারা প্রিমিয়ামের দাম থেকে শক্তিশালী মার্জিন তৈরি করতে পারে। উৎপাদনে সহযোগিতার জন্য সঠিক সহযোগী – সন্ধান করা একটি বড় চ্যালেঞ্জ। তারা বড় আকারের অর্ডার করতে এবং প্রতি ইউনিট ব্যয় কমাতে প্রচুর বিনিয়োগ করে। সে হিসেবে বাংলাদেশের যে কারো পক্ষে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সহজ। কারণ এখানে শ্রমের মূল্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইতোমধ্যে আন্তর্জাতিক বহু ব্র্যান্ড এখানে কাজ করছে এই একই কারণকে কাজে লাগিয়ে।
২। সাদা লেবেল: নিজস্ব ব্র্যান্ড মডেলের মতো খুচরা বিক্রেতারা তাদের ব্র্যান্ডের নামগুলো সাদা লেবেলে প্রয়োগ করে এবং উৎপাদক থেকে কেনা জেনেরিক পণ্যগুলো পুনরায় বিক্রয় করে। একে কাস্টমাইজিং ব্র্যান্ডিংও বলা যায়। সাদা লেবেল বিজনেস উৎপাদন ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থেকে মুক্ত। সাদা লেবেল বিক্রেতারা প্যাকেজ ডিজাইন নিয়ন্ত্রণ করে, তবে পণ্যের নির্দিষ্টকরণ বা গুণগত মান নয়।
যেহেতু যে-কোনো খুচরা বিক্রেতা এই পণ্যগুলো বিক্রয় করতে পারে, তাই প্রতিযোগীদের অনন্য বিক্রয় পয়েন্টগুলোর ক্ষেত্রে খুব কমই বিপত্তি থাকে। সাদা লেবেল ব্যবসায়ের মালিকদের আরেকটি প্রতিবন্ধকতা হলো বিনিয়োগকারী সংস্থা। বেশিরভাগ সরবরাহকারী উৎপাদন বৃদ্ধি করে ভালো মানের মুনাফা অর্জনের জন্য ন্যূনতম অর্ডার পরিমাণ নির্ধারণ করে। একজন বিক্রেতা হিসাবে সাদা লেবেল পণ্যগুলোর চাহিদা পর্যালোচনা করতে হবে।
৩। ড্রপশিপিং: সাম্প্রতিক বছরগুলোতে ড্রপশিপিং অল্প অল্প পুঁজি নিয়ে ই-কমার্স শুরুর জন্য একটি আদর্শ অনলাইন বিজনেস মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে। ড্রপশিপিং ব্যবসায় তালিকা মজুদ ছাড়াই অনলাইনে পণ্য বাজারজাত ও বিক্রয় করতে দেয়। অর্ডার স্থাপনের সঙ্গে সঙ্গে ড্রপশিপাররা সরবরাহকারীদের কাছ থেকে আইটেম কিনে সরাসরি পণ্য গ্রাহকের কাছে পাঠায়।
৪। সাবস্ক্রিপশন সার্ভিস: সংজ্ঞা অনুসারে একটি সাবস্ক্রিপশন বিজনেস মডেলে গ্রাহকদের একটি নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত মাসিক বা বার্ষিকভাবে কোনো সেবাতে সাবস্ক্রাইব করতে হয়। সাবস্ক্রিপশন সময়সীমা শেষ হয়ে গেলে গ্রাহকরা সঞ্চয় উপভোগ, নবায়ন সুবিধা এবং বাতিল করতে পারবে।
সাবস্ক্রিপশন মডেলটির সুবিধা:
- সাবস্ক্রিপশন সার্ভিসে মালিকরা অর্ডার বাতিলের হার হ্রাস করতে সুযোগ পায়। সহজেই গ্রাহক ধরে রাখা ও আনুগত্য বজায় রাখতে পারে।
- মালিকরা ইনভেন্টরি এবং বিতরণ প্রক্রিয়া স্থানভেদে পূর্বেই পরিকল্পনা করতে পারে।
- মালিকরা অধিক লাভ করতে পারে এবং ইনভেন্টরি ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে।
৫। পাইকারি বিক্রি ব্যবস্থা: ই-কমার্স সংস্থাগুলোতে পাইকারি বিক্রি দ্রুত বাড়ছে। উদাহরণস্বরূপ Beard & Blade doubling গত ২ বছরে তাদের উপার্জন দ্বিগুণ করেছে এবং Laird Superfood তাদের বার্ষিক আয় ৫৫০ শতাংশ বাড়িয়েছে।
আরও দেখুন: বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের সমস্যাসমূহ বর্ণনা কর
আশাকরি ই-কমার্স মডেল ফ্রেমওয়ার্ক বলতে কী বুঝায় আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।