ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি: দ্রব্যের গুণ হলো উপযোগ। মানুষের কোনো অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হয়। অর্থাৎ দ্রব্যটি মানুষের কোনো না কোনো অভাব পূরণের কাজে লাগতে হবে। এ উপযোগ সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন ধারণা প্রদান করে। পরবর্তী পর্যায়ে অধ্যাপক মার্শাল উপযোগ বিশ্লেষণে বিশেষ অবদান রাখেন।
উপযোগ: সাধারণ অর্থে, উপযোগ বলতে উপকারিতা বোঝায়। কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্যের দ্বারা কোনো মানুষের অভাব পূরণের ক্ষমতাকে ঐ দ্রব্যের উপযোগ বলে। অভাব মেটাতে পারে এরূপ বস্তুগত বা অবস্তুগত যেকোনো জিনিসেরই উপযোগ আছে। উপযোগ কথাটির মধ্যে কোনো ভালো মন্দের ধারণা নেই। এটি একটি মানসিক বিষয়। অধ্যাপক মেয়ার্সের মতে, “Utility is the quality or capacity of a goods which enables it to satisfy human wants.” অর্থাৎ “উপযোগ হলো কোনো দ্রব্যের মধ্যে বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।”
উদাহরণ: পানির পিপাসা মেটাবার ক্ষমতা আছে। সুতরাং পিপাসার্তের নিকট পানির উপযোগ আছে। আবার মদ মাতালের অভাব মেটাতে পারে বলে মাতালের নিকট মদের উপযোগ আছে। অতএব, কোনো একটি দ্রব্যের মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা অন্তর্নিহিত থাকে, তাই হলো উপযোগ।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যাখ্যা: ভোক্তা কোনো একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে ততই ঐ পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাবার এই নিয়মই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর
বিধিটির অনুমিত শর্ত: ১. দ্রব্যের এককসমূহ একই প্রকারের হতে হবে। ২. এ বিধিটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকারী হবে। ৩. ভোক্তার রুচি ও অভ্যাস অপরিবর্তিত থাকবে।
রেখাচিত্রের সাহায্যে প্রান্তিক উপযোগ বিধির ব্যাখ্যা: রেখাচিত্রের সাহায্যে এ বিধিটি ব্যাখ্যা করা হলো- উপরের চিত্রে OX রেখা আমের পরিমাণ এবং OY রেখা দাম ও উপযোগ নির্দেশ করে। আমের দাম যখন ২০.০০ টাকা তখন ক্রেতা OA একক আম (১ম আম) থেকে Aa পরিমাণ উপযোগ পায়। আমের দাম যখন ১৫.০০ টাকা ক্রেতা AB একক (২য় আম) থেকে Bb পরিমাণ উপযোগ পায়। এ রকমভাবে আমের দাম যখন ১০.০০ টাকা ক্রেতা BC একক (৩য় আম) থেকে Cc পরিমাণ এবং ৫.০০ টাকা দামে CD একক (৪র্থ আম) থেকে Dd পরিমাণ উপযোগ পায়।
a, b, c ও d বিন্দু যোগ করে যে রেখা (Mu) পাওয়া যায় তাকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা বলে। এখানে ক্রেতা AB একক (২য়) আম থেকে যে উপযোগ Bb পায় তা OA একক আম (১ম) থেকে প্রাপ্ত উপযোগ Aa-এর চেয়ে কম। আর BC একক আম (৩য়) থেকে যে উপযোগ Cc পায় তা AB একক আম (২য়) থেকে প্রাপ্ত উপযোগ Bb থেকে কম। ক্রেতার CD একক আম (৪র্থ) থেকে প্রাপ্ত উপযোগ Dd. BC একক আম (৩য়) থেকে প্রাপ্ত উপযোগ Cc থেকে কম। এখানে দেখা যায়, একই দ্রব্য ক্রমাগত ভোগ করার জন্য ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রেতার কাছে কমে যাচ্ছে।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, ক্রেতা একই দ্রব্য ক্রমাগত ভোগ করার জন্য ঐ দ্রব্যটির প্রান্তিক উপযোগ ক্রেতার কাছে দিন দিন কমে যায়।
আরও দেখুন: মানুষ কীভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করে তা আলোচনা কর
আরও দেখুন: অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য
আরও দেখুন: বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় আলোচনা কর
আরও দেখুন: সম্পদ কী? সম্পদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: সম্পদের শ্রেণিবিভাগ আলোচনা কর
আশাকরি “ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।