পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১০ম অধ্যায় প্রশ্নোত্তর: বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১-এ বলা হয়েছে “প্রতিবন্ধী এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগে আক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন বা উক্ত বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ী সম্পূর্ণ বা আংশিকভাবে কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম।”
‘উইকিপিডিয়ায়’ প্রতিবন্ধিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, “বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো করতে না পারার অবস্থাটাই হলো ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা।”
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১০ম অধ্যায় প্রশ্নোত্তর
১. দুর্নীতি বলতে কী বোঝ?
উত্তর: দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করাকে বোঝায়। রাজনৈতিক ও সরকারি প্রশাসনে সাধারণত ঘুস, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার এবং ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ে বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা বা চাওয়া পূর্ণ করা হলে তাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যায়।
২. ইভটিজিং বলতে কী বোঝায়?
উত্তর: ইভটিজিং বলতে কথা, কাজ, আচারণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত বা বিরক্ত করাকে বোঝায়। ইভটিজিং একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি মূলত যৌন হয়রানি, পথে-ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনকে নির্দেশ করে। পুরুষরা যখন নারী দেখলে অশ্লীল কথা বলে, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করে, সুযোগ বুঝে ধাক্কা মারে, মোবাইল ফোনে বিরক্ত করে, পেছনে পেছনে অকারণে অনুসরণ করে এবং শিস দেয় তাকেই ইভটিজিং বলে।
৩. ভেজাল খাদ্য বলতে কী বোঝ?
উত্তর: ভেজাল খাদ্য বলতে প্রাকৃতিক ও স্বাভাবিক খাদ্যদ্রব্যে নিম্নমানের, ক্ষতিকর, অকেজো ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশানোকে বোঝায়। ভেজাল খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়। এ খাদ্য সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়। তাই ভালো, উৎকৃষ্ট খাদ্যের সাথে নিকৃষ্ট দ্রব্য মিশিয়ে পরিমাণে বৃদ্ধি করাকেও ভেজাল খাদ্য বলা হয়। তবে ভেজালের দৌরাত্ম্যে খাঁটি শব্দটি আজ জীবন থেকে হারিয়ে যেতে বসেছে।
৪. গ্রিনহাউস ইফেক্ট কীভাবে জলবায়ুর পরিবর্তন করে?
উত্তর: গ্রিনহাউস ইফেক্ট বা প্রতিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। গ্রিনহাউস প্রতিক্রিয়ায় বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে উপস্থিত বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়।
প্রাকৃতিক গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণিজগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণেপ্রাকৃতিক গ্রিনহাউস প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।
৫. রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
উত্তর: রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটে যা দুর্নীতির বিকাশ ঘটায়। রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিবাদের সৃষ্টি হলে, সে সুযোগে দুর্নীতিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। রাজনৈতিক, অস্থিতিশীলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এবং ক্ষমতায় যাওয়ার পর সেই অর্থ উশুল করার প্রবণতার কারণেও দুর্নীতির বিকাশ ঘটে থাকে।
৬. ইভটিজিং সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: ইভটিজিং-এর আক্ষরিক অর্থ নারীকে উত্ত্যক্ত করা, ঠাট্টা করা, বিরক্ত করা ও বিব্রত করা। অর্থাৎ পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, লাঞ্ছিত করা এবং যৌন নিপীড়ন করা। যারা এ ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদেরকে বলে ইভটিজার। ১৯৬০ সালের দিকে প্রথম মিডিয়ার মাধ্যমে ইভটিজিং শব্দটি আলোচনায় আসে। কারণ ঐ সময় থেকেই অধিকসংখ্যক মেয়েরা স্কুলগামী হয় এবং এ ধরনের আচরণের শিকার হয়। অন্যকথায়, ইভটিজিংকে নারীর প্রতি সহিংসতা বা বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবেও গণ্য করা হয়।
৭. প্রতিবন্ধী কারা? ব্যাখ্যা কর। অথবা, প্রতিবন্ধী বলতে কী বোঝ?
উত্তর: প্রতিবন্ধী হলো তারাই যারা দৈহিক, মানসিক ও বোধশক্তিজনিত দিক থেকে অসুবিধাগ্রস্ততার কারণে সমাজে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত। প্রতিবন্ধী শব্দটির আভিধানিক অর্থ ‘পঙ্গু’। শরীরের কোনো অঙ্গ যদি স্বাভাবিক কাজকর্ম করতে না পারে তবে সেই অঙ্গকে বিকল হিসেবে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী বলা হয়।
কিন্তু সাম্প্রতিককালে এ ধারণার পরিবর্তন হয়েছে। এখন প্রতিবন্ধী শব্দটিকে ব্যাপক অর্থে বোঝানো হয়ে থাকে। এখন প্রতিবন্ধী বলতে তাদেরকে বোঝানো হয় যারা দৈহিক, মানসিক কিংবা আর্থসামাজিক অসুবিধার কারণে সুস্থ-স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। তাই দৈহিক কারণেই প্রতিবন্ধী হয় না। মানসিক, সামাজিক ও অর্থনৈতিক কারণেও প্রতিবন্ধী হতে পারে।
৮. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজের যে জনগোষ্ঠী স্বাভাবিক জীবনযাপন এবং তাদের চাহিদা পূরণ করতে পারে না মূলত তারাই বিশেষ চাহিদার জনগোষ্ঠী। বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ইংরেজি শব্দ হচ্ছে ‘Person with Special Needs’। এর বাংলা প্রতিশব্দ হলো ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’। সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী: সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন।
প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে বিশেষ চাহিদার জনগোষ্ঠী হিসেবে ধরে নেওয়া হয়।
৯. বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝায়?
উত্তর: বিশ্বে উষ্ণায়নের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে প্রায় দশমিক ৭৪ ডিগ্রি বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি থেকে ৬.৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং সেই সাথে নাতিশীতোষ্ণ ও বিষুবরেখা থেকে দূরবর্তী অঞ্চলে পানির প্রাপ্যতা বেড়ে যাবে। তবে বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে। ফলে কোনো অঞ্চলে প্রলয়ংকরী বন্যার আশঙ্কা অনেক প্রকট হবে এবং কোনো অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়বে।
১০. জলবায়ু পরিবর্তনজনিত একটি সমস্যা ব্যাখ্যা কর।
উত্তর: জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হলো গড় তাপমাত্রা বৃদ্ধি। বর্তমান বিশ্বের আলোচিত সমস্যাগুলোর মধ্যে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা হলো অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন গড় তাপমাত্রার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এতে ঘরবাড়ি, গাছপালা, ফসলসহ প্রাণিকূলের মারাত্মক ক্ষতি হচ্ছে।
১১. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
উত্তর: জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর সংশোধন ও পরিবর্তনকে বোঝায়।
আরও দেখুন: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় প্রশ্নোত্তর
আশাকরি আর্টিকেল টি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।