বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব: বাংলাদেশে রেলপথের পরিমাণ অল্প হলেও তা আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেশের প্রধান প্রধান শহর, বন্দর, বাণিজ্য ও শিল্পকেন্দ্রের সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংযোগ সাধন করেছে। ফলে নতুন শিল্প স্থাপন, বাণিজ্যের সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে রেলপথের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব
রেলপথ বাংলাদেশের যাত্রী ও পণ্য স্থানান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ রেলপথ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে রেলপথের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করা হলো-
১. যাত্রী পরিবহন: বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত সর্বত্রই রেলপথ আছে। এ রেলপথের মাধ্যমে প্রতিদিন অসংখ্য যাত্রী এক স্থান হতে অন্যস্থানে যাতায়াত করে। সকল শ্রেণির যাত্রী রেলপথের মাধ্যমে যাতায়াত করতে পারে। সুতরাং যাত্রী পরিবহনে বাংলাদেশ রেলপথের ভূমিকা অনস্বীকার্য।
২. কৃষি উন্নয়ন: রেলপথ বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সুলভে কৃষি উপাদান এবং কৃষির উৎপাদিত দ্রব্য দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাতকরণ সম্ভব হয়। রেলপথের মাধ্যমে কৃষি সামগ্রী গ্রামাঞ্চলে পৌঁছানো যায়।
৩. শিল্প উন্নয়ন: বাংলাদেশের রেলপথ শিল্প উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রাখে। শিল্পের কাঁচামাল রেলপথের মাধ্যমে সুলভে ও দ্রুত স্থানান্তর সম্ভব হয়। উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪. শ্রমের গতিশীলতা: শ্রমের গতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের একটি পূর্বশর্ত। রেলপথের মাধ্যমে এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে অতি সহজে শ্রমিক স্থানান্তর হতে পারে।
৫. সরকারের আয়ের উৎস: যেকোনো দেশের জন্য রেলওয়ে একটি প্রধান আয়ের উৎস। তেমনি বাংলাদেশ রেলওয়ে সরকারের আয়ের একটি অন্যতম প্রধান উৎস। এতদিন এ খাতটি লোকসানের খাত হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে এ খাত থেকে সামান্য পরিমাণ মুনাফা আয় হচ্ছে।
৬. কর্মসংস্থান: বাংলাদেশে রেলওয়ের সাথে সংশ্লিষ্ট থেকে বহু বেকার লোক তাদের কর্মসংস্থানের পথ সৃষ্টি করেছে। রেল পরিবহনের সাথে প্রচুর বেকার যুবক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত থেকে তাদের জীবিকা নির্বাহ করছে। তাই বলা যায়, বাংলাদেশ রেলওয়ে বিভাগে প্রচুর কর্মচারী-কর্মকর্তা কর্মরত থেকে কর্মসংস্থানে সহায়তা করে।
৭. বাজার ব্যবস্থা সম্প্রসারণ: দেশের উৎপাদিত দ্রব্যের বাজার বিস্তৃতির ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের একপ্রান্তের পণ্য অন্যপ্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে করে পণ্য বণ্টনে সমতা বিধান হয়।
৮. পণ্য পরিবহন: পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেলপথের সাহায্যে কৃষিজাত পণ্য, শিল্পজাত পণ্য ও জনসাধারণের মালামাল পরিবাহিত হয়। এর মাধ্যমে দেশের ব্যবসায়-বাণিজ্যের পথ প্রশস্ত হয়, যা অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত হয়।
৯. জরুরি অবস্থার মোকাবিলা: দেশে জরুরি অবস্থা; যেমন— শান্তিশৃঙ্খলার সমস্যা, বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদির সম্ভাবনা দেখা দিলে রেলপথের মাধ্যমে তা দ্রুত মোকাবিলা করা সম্ভব। এর মাধ্যমে দ্রুত দুর্ঘটনা কবলিত এলাকায় প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে যাওয়া যায়।
১০. দামের ভারসাম্য: দেশের যে সমস্ত অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর স্বল্পতা রয়েছে সে সমস্ত অঞ্চলে উৎপাদিত অঞ্চল থেকে উদ্বৃত্ত পণ্যসামগ্রী আনয়ন করে পণ্যের মূল্যের ভারসাম্য রক্ষা করে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রব্যের দামের ভারসাম্য আনয়নের ক্ষেত্রে রেলপথের গুরুত্ব অপরিসীম।
১১. সংস্কৃতির আদান-প্রদান: বাংলাদেশের মানুষ মূলত সংস্কৃতিমনা। এদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আচার ব্যবহার, চালচলন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। রেলপথের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সংস্কৃতির আদান-প্রদানে সহায়তা করে।
উপসংহার: বাংলাদেশের অর্থনীতিতে রেলপথ বা রেল পরিবহনের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের স্বার্থে রেলপথ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, যাত্রী সেবার মান বৃদ্ধি, রেলওয়ের পথ প্রশস্তসহ সার্বিক উন্নয়ন করতে হবে। তাই রেল পরিবহনের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার।
আরও দেখুন: উপযোগ কাকে বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর
আরও দেখুন: উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণসমূহ বর্ণনা কর
আরও দেখুন: রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যতিক্রমসহ ব্যাখ্যা কর
আরও দেখুন: অর্থনীতিতে বাজারের শ্রেণিবিভাগ আলোচনা কর
আরও দেখুন: একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের গুরুত্ব বর্ণনা কর
আশাকরি “বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।