বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব বর্ণনা কর

বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব: দেশের আর্থসামাজিক উন্নয়নে পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সড়কপথ হলো বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ মাধ্যম। যেখানে রেল ও নৌপথ নেই সেখানে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব

বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন গ্রামাঞ্চলের মধ্যে সংযোগ সাধনের জন্য রাস্তাই সর্বোৎকৃষ্ট উপায়। এমন অনেক স্থান আছে যেখানে রেলপথ বা জলপথ নেই। এসব স্থানে সড়কপথই একমাত্র অবলম্বন। নিচে বাংলাদেশের সড়কপথের গুরুত্ব আলোচনা করা হলো-

১. কৃষি উন্নয়ন: উন্নত সড়ক পরিবহন ব্যবস্থার মাধ্যমে কৃষিতে ব্যবহৃত কাঁচামাল এবং অন্যান্য উপাদান সহজে একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর সম্ভব হয়। উপরন্তু উৎপাদিত দ্রব্য অতি সহজে বাজারজাতকরণের মাধ্যমে কৃষির উন্নয়ন সাধন করা সম্ভব হয়।

২. শিল্পোন্নয়ন: দেশের শিল্পায়নের ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অপরিসীম। কেননা উন্নত সড়কপথের দ্বারা দ্রুত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহ সম্ভব। একই সাথে শিল্পে উৎপাদিত দ্রব্যসামগ্রী স্থানান্তরের মাধ্যমে বাজার সৃষ্টি সম্ভব।

৩. বাজারের বিস্তৃতি: উন্নত সড়ক পরিবহন ব্যবস্থার মাধ্যমে যেকোনো দ্রব্যের বাজার ব্যবস্থার বিস্তৃতি ঘটানো সম্ভব। দেশের এক অঞ্চল থেকে খ অন্য অঞ্চলে পণ্য পৌঁছাতে সড়কপথ বিশেষ উপযোগী। কারণ সড়কপথের মাধ্যমে পণ্যসামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছানো সম্ভব।

৪. শ্রমের গতিশীলতা বৃদ্ধি: উন্নত সড়ক ব্যবস্থা শ্রমের গতিশীলতা নিশ্চিত করে যা অর্থনৈতিক উন্নয়নের সহায়ক। সড়ক ব্যবস্থা উন্নত হলে এক অঞ্চলের শ্রমিক অন্য অঞ্চলে যেয়ে তাদের শ্রমের উপযুক্ত ব্যবহার করতে পারে। এতে করে তাদের ন্যায্য মজুরি প্রাপ্তি এবং জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে।

৫. কর্মসংস্থান: সড়ক পরিবহন ব্যবস্থা বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম উৎস। এদেশে সড়ক পরিবহনের সাথে যুক্ত থেকেে হাজার হাজার লোক তাদের জীবিকা নির্বাহ করছে।

৬. গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ: সড়ক পরিবহনের মাধ্যমে দ্রুত গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। সড়ক? ব্যবস্থা উন্নত হলে গ্রাম থেকে শহরে এবং শহর থেকে গ্রামে খুব স্বল্প সময়ে যাতায়াত করা যায়। এতে করে শহর ও গ্রামের মধ্যে দূরত্ব হ্রাস পাওয়ার সাথে সাথে পারস্পরিক আদান-প্রদান সহজ হয়।

৭. পরিপূরক পরিবহন ব্যবস্থা: বাংলাদেশের অন্যান্য পরিবহন ব্যবস্থা; যেমন- রেলপথ, নৌপথ, বিমানপথ অপর্যাপ্ত। দেশের অনেক স্থানেই যোগাযোগের পরিপূরক মাধ্যম হিসেবে সড়কপথ কাজ করে।

৮. আইনশৃঙ্খলা রক্ষা: উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা থাকলে বিশৃঙ্খল অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠিয়ে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

৯. শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিতকরণ: সড়ক ব্যবস্থা উন্নত থাকলে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যের (চিকিৎসা) সুবন্দোবস্ত নিশ্চিত করা সম্ভব। এতে করে দেশের সাধারণ জনগণ শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পেয়ে থাকে। সুতরাং উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান থাকলে সর্বত্র স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায়।

১০. বনজ সম্পদের সদ্ব্যবহার: বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত নির্ভর করে সড়কপথের উন্নতির ওপর। কেননা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন ইত্যাদি স্থানে রেলপথ নির্মাণ ব্যয়সাধ্য ব্যাপার। এক্ষেত্রে সড়কপথই একমাত্র উপায়।

১১. জরুরি অবস্থার মোকাবিলা: দেশে হঠাৎ বন্যা, খরা, মহামারি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দেখা দিলে সেখানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি দিয়ে অবস্থার মোকাবিলা করতে সড়কপথ সাহায্য করে।

উপসংহার: বাংলাদেশের সড়কপথ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের যেসব স্থানে রেল বা নৌপথ নেই সেসব স্থানে সড়কপথই যাতায়াত ও যোগাযোগের একমাত্র মাধ্যম। তাছাড়া রেলপথের অপর্যাপ্ততা এবং নৌপথের ক্রমনাব্যতা সড়কপথের গুরুত্বকে ক্রমেই প্রসারিত করছে। সুতরাং বাংলাদেশের কৃষি, শিল্প ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে সড়কপথের ভূমিকা অনস্বীকার্য।


আরও দেখুন: রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যতিক্রমসহ ব্যাখ্যা কর
আরও দেখুন: অর্থনীতিতে বাজারের শ্রেণিবিভাগ আলোচনা কর
আরও দেখুন: একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের গুরুত্ব বর্ণনা কর
আরও দেখুন: বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব
আরও দেখুন: বাংলাদেশের রেল পরিবহনের সমস্যাসমূহ

আশাকরি “বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Comment