বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ: দক্ষিণ এশিয়ার একটি অন্যতম উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। স্বাধীনতাপূর্ব বাংলাদেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা, বেসরকারি উদ্যোগের পূর্ণ স্বাধীনতাসহ পুঁজিবাদী অর্থনীতির প্রায় সকল বৈশিষ্ট্যই বহাল তবিয়তে বিদ্যমান ছিল। দেশের অধিকাংশ সম্পদ তখন কতিপয় শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। তখন সমাজের ধনী এবং দরিদ্রের মধ্যে আয়বৈষম্য অত্যন্ত প্রকট আকার ধারণ করেছিল।

অর্থনৈতিক ব্যবস্থা: মানুষের অর্থনৈতিক কার্যাবলি যেসব প্রতিষ্ঠানগত কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বা Economic system বলা হয়। যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মাঝে মানুষ বসবাস করে তার দ্বারাই মানুষের অর্থনৈতিক কার্যকলাপের ধরন নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। মূলত কোনো সমাজে কী দ্রব্য উৎপাদিত হবে এবং কীভাবে তা বিনিময়, বণ্টন ও ভোগ হবে তা দেশের আইনগত ও সামাজিক বিধি ব্যবস্থা এবং রীতিনীতির ওপর নির্ভর করে।

সংক্ষেপে বলা যায়, যেসব আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সামাজিক বিধি ব্যবস্থার মধ্যে থেকে মানুষের অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় তাকে ‘অর্থনৈতিক ব্যবস্থা’ বলা হয়। বর্তমানকালে পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানত চার প্রকার অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। এগুলো হলো- ১. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, ২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ৩. মিশ্র অর্থব্যবস্থা ও ৪. ইসলামি অর্থব্যবস্থা।

অর্থনীতির সংজ্ঞা: অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। মানুষের অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে প্রয়োজনের গুরুত্বানুসারে নির্বাচন বা বাছাইয়ের মাধ্যমে সম্পদের মধ্য থেকে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এবং মজুরি, বণ্টন, কর্মসংস্থানসহ অন্যান্য আর্থিক সমস্যার সমাধানের উপায় নির্ধারণে সহায়তা করে।

১. Adam Smith-এর মতে, “An enquiry into the nature and causes of wealth of Nations.” অর্থাৎ, “অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে”। এডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধানের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেছেন।

2. Alfred Marshall-এর মতানুসারে, “Economics is a study of mankind in the ordinary business of life.” অর্থাৎ, এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি নিয়ে আলোচনা করে”। তিনি অর্থনীতিকে মানুষের সাধারণ জীবনের কার্যাবলির সাথে সমন্বয় সাধনের প্রয়াস নিয়েছেন।

উপর্যুক্ত সংজ্ঞাসমূহের আলোকে বলা যায়, অর্থনীতি একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা মানুষের আয় উৎপাদন, বণ্টন, কর্মসংস্থান ইত্যাদির সংস্থান এবং অসীম অভাব ও দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় সাধনের মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও অভাব পূরণে সাহায্য করে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ: মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা হয়।

বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ

১. সরকারি বিনিয়োগ: আমাদের জাতীয় নিরাপত্তা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও ব্যবসায় সংগঠনসমূহে সরাসরি মূলধন বিনিয়োগ করে এবং সেগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রাখে।

২. বেসরকারি উদ্যোগ: বাংলাদেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু অভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারিসহ কতিপয় শিল্পকারখানার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩. ব্যক্তিগত মালিকানা: ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো মিশ্র অর্থনীতিতে সম্পদের ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তবে কোনো কোনো সম্পত্তির ক্ষেত্রে সরকার সুনির্দিষ্ট উচ্চসীমা নির্ধারণ করে দিয়েছে। যেমন- কৃষি জোত কিংবা শহরের জমির পরিমাণ ইত্যাদি।

৪. সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান: বাংলাদেশের অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাত পাশাপাশি অবস্থান করে। উভয় খাতই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দেশের সার্বিক উন্নতিকল্পে উভয় খাত একে অপরের সাথে নির্ভরশীলতার সম্পর্ক বজায় রাখে।

৫. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা দাম প্রক্রিয়া: বাংলাদেশের অর্থনীতিতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ন্যায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ কর্ম সুসম্পন্ন হয়ে থাকে। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হলেও দামস্তরের অবাধ গতি নিয়ন্ত্রণ লক্ষ করা যায়। তবে অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম সরকারি নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা আছে।

৬. অর্থনৈতিক পরিকল্পনা: এদেশের মৌলিক অর্থনৈতিক কার্যকলাপসমূহে সরকার সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকে। সরকার নিজস্ব উদ্যোগে কৃষি ও শিল্পের উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। অবশ্য জাতীয় পরিকল্পনার মধ্যে বেসরকারি উদ্যোগের পরিকল্পিত কার্যক্রমও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৭. মুনাফা: এদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত বিধায় এ সমস্ত বেসরকারি পর্যায়ের উদ্যোগ মুনাফার ভিত্তিতেই পরিচালিত হয়ে থাকে। অবশ্য বেসরকারি খাতে মুনাফার অস্তিত্ব স্বীকার করা হলেও সরকারি খাতসমূহ জনকল্যাণের দিকটাকে প্রাধান্য দিয়ে থাকে।

৮. ভোক্তার স্বাধীনতা: মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার রুচি ও পছন্দকে স্বাধীনতা দেয়া হয়। এদেশের ভোক্তারা দ্রব্য পছন্দ, ক্রয় ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। মিশ্র অর্থব্যবস্থার পাশাপাশি বাজার অর্থনীতি চালু থাকাতে ভোক্তারা দেশি ও বিদেশি পণ্য অবাধে ভোগ করতে পারে। এটি মিশ্র অর্থনীতির অন্যতম সুবিধা।

৯. মজুরি: এদেশে সরকারি ও বেসরকারি খাতে দু ধরনের মজুরি হার চালু রয়েছে। সরকারি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত হলেও বেসরকারি খাতে মজুরি হার বিভিন্ন মাত্রায় দেখা যায়। এ অর্থনীতিতে সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতে মজুরি হার বেশি। শ্রমিকরা শ্রম আইন এর অধীনে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে থাকে।

১০. সরকারি নিয়ন্ত্রণ: মিশ্র অর্থনীতিতে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সংস্থান থাকলেও অর্থনৈতিক প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করতে পারে। উৎপাদন, বণ্টন ক্ষেত্রে উদ্যোক্তারা স্বাধীনতা ভোগ করে কিন্তু জাতীয় অর্থনৈতিক স্বার্থের বিরোধী হলে এক্ষেত্রে সরকারি বাধা রয়েছে।

উপসংহার: ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে ‘মুক্ত বাজার অর্থনীতি’ চালু করা হয়েছে। বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির সাথে মিল রেখে বাংলাদেশেও জাতীয় সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে বাজার অর্থনীতি প্রচলনের ওপর জোর দেয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক কাঠামো মূলত মিশ্র অর্থনীতি।


আরও দেখুন: অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটির বৈশিষ্ট্য আলোচনা কর
আরও দেখুন: অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা দাও
আরও দেখুন: অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর
আরও দেখুন: মানুষ কীভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করে তা আলোচনা কর
আরও দেখুন: অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য

আশাকরি “বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Comment