রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যতিক্রমসহ ব্যাখ্যা কর

রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি: কোনো দ্রব্য উৎপাদন করতে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন প্রয়োজন হয়। অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক অর্থনীতিবিদ P. A Samuelson বলেন, “Diminishing returns is a fundamental law of economics and technology.” ক্লাসিক্যাল, নিউ-ক্লাসিক্যাল ও আধুনিক অর্থনীতিবিদগণ ক্রমহ্রাসমান উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দেন। অষ্টাদশ শতকে ফরাসি অর্থনীতিবিদ টারগো (Turgo) সর্বপ্রথম এ বিধিটি সম্পর্কে ধারণা দেন। এরপর Prof. Marshall, David Recardo এবং T. R. Malthus ১৯শ শতাব্দীর দিকে এ বিধিটির বিজ্ঞানভিত্তিক ধারণা দেন।

রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি

ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি: যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে Y অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তাহলে শ্রম ও মূলধন যে হারে বৃদ্ধি পায় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। এ বিধিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। এ প্রসঙ্গে অধ্যাপক মার্শাল বলেন, “বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়।” এটাই ক্রমহ্রাসমান উৎপাদন বিধি নামে খ্যাত। পরবর্তীতে অধ্যাপক স্টিগলার, পি.এ. স্যামুয়েলসন প্রমুখ মার্শাল প্রদত্ত সংজ্ঞাকে সমর্থন করেন।

অনুমিতি: এ বিধিটির অনুমিতিসমূহ নিম্নরূপ- ১. উৎপাদনের কলাকৌশল স্থির; ২. দীর্ঘকালীন সময় বিবেচ্য; ৩. অন্যান্য উপকরণ স্থির অবস্থায় শ্রম ও মূলধন পরিবর্তনীয় ও ৪. পরিবর্তনীয় উপকরণের এককসমূহ সমজাতীয়।

রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি

রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা: রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো- চিত্রে OX অক্ষে শ্রমিক ও পুঁজির পরিমাণ এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। এখানে OM পরিমাণ উপাদান নিয়োগ করলে AM পরিমাণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। আবার ON পরিমাণ উপাদান নিয়োগ করলে NB পরিমাণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। এখানে প্রান্তিক উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছে। কাজেই মোট উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আবার OT পরিমাণ উপাদান নিয়োগ করলে TC পরিমাণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়।

এখানে প্রান্তিক উৎপাদন আগের চেয়ে হ্রাস পেয়েছে অর্থাৎ NB> TC হয়েছে। ফলে এ অবস্থায় উপাদান বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে কিন্তু প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে। এখন ABCD বিন্দু চারটি যোগ করলে আমরা MR একটি প্রান্তিক উৎপাদন রেখা পাই। এ রেখাই উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রকাশ করে।

ব্যতিক্রমসমূহ: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রমসমূহ নিচে উল্লেখ করা হলো—
১. উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এ বিধি কার্যকারী হয় না। উৎপাদনক্ষেত্রে প্রথমে ক্রমবর্ধমান, অতঃপর সমানুপাতিক বিধি কার্যকারী হয়। পরিশেষে এ বিধি কার্যকারী হয়।
২. আধুনিক পদ্ধতি প্রয়োগের কারণে জমিতে এ বিধি কার্যকারী হয় না। যেমন- আধুনিক যন্ত্রপাতি, সার, উন্নত বীজ, সেচ ইত্যাদি জমিতে প্রয়োগের ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়।

৩. শ্রম ও মূলধনের সাথে জমির পরিমাণ বৃদ্ধি করা হলেও এ বিধি কার্যকারী হয় না।
৪. প্রাকৃতিক কারণে জমির উর্বরতা বৃদ্ধি পেলেও এ বিধি কার্যকারী হয় না।
৫. উৎপাদনের সকল উপকরণ যদি একই সাথে বৃদ্ধি করা যায় তবে উৎপাদনক্ষেত্রে এ বিধি কার্যকারী হয় না।

উপসংহার: সময়ের ব্যবধানে উৎপাদনের সকল ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকারী হয়। তবে কৃষিক্ষেত্রে এ বিধি দ্রুত কার্যকারী। এ বিধি সাময়িকভাবে অকার্যকর হলেও কোনো একসময় আসবে যা সম্পূর্ণরূপে কার্যকর হবে।


আরও দেখুন: বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: আয় বলতে কী বোঝায়? আয়ের প্রকারভেদ আলোচনা কর
আরও দেখুন: অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় আলোচনা কর
আরও দেখুন: সম্পদ কী? সম্পদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
আরও দেখুন: সম্পদের শ্রেণিবিভাগ আলোচনা কর
আরও দেখুন: উপযোগ কাকে বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর
আরও দেখুন: উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণসমূহ বর্ণনা কর

আশাকরি রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Comment