ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান: প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন সমাজব্যবস্থার ফলে বাংলাদেশে বিভিন্ন প্রকার সম্প্রদায় গড়ে ওঠেছে। কোনো সম্প্রদায় গড়ে ওঠেছে জীবিকার তাগিদে আবার কোনো সম্প্রদায় গড়ে ওঠেছে একই রকম সংস্কৃতি ধারণের লক্ষ্যে। সামাজিক ও ভৌগোলিক প্রেক্ষাপট এই ভিন্ন ধরনের সম্প্রদায়গুলো গড়ে উঠতে সাহায্য করেছে।

জীবিকার তাগিদে গড়ে ওঠা একটি সম্প্রদায় হলো জেলে সম্প্রদায়; যা আমাদের দেশের অর্থনীতি ও খাদ্যাভ্যাসে অনেক বড় ভূমিকা রাখছে। আবার সংস্কৃতির তাগিদে গড়ে ওঠেছে গারো সম্প্রদায়। যারা বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাসকে অনেকটা সমৃদ্ধ করে তুলেছে। এছাড়াও আরও অনেক সম্প্রদায় আছে যারা আমাদের দেশের জন্য অনেক বেশি উপকারী এবং তাদের জীবনযাপনের ব্যতিক্রম চিত্র বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করে তোলেছে।


ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণি ১ম অধ্যায় কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। সমুদ্র তীরবর্তী মানুষেরা ঝড়ের পূর্বাভাস পান কীভাবে?
উত্তর: বিপদ সংকেতের মাধ্যমে।

প্রশ্ন ২। সমুদ্র তীরবর্তী মানুষ ঝড়ের পূর্বাভাস পেলে কোথায় আশ্রয় নেন?
উত্তর: আশ্রয়কেন্দ্রে।

প্রশ্ন ৩। গারো মেয়েদের বিয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
উত্তর: দকমান্দা।

প্রশ্ন ৪। কোন সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা নেই?
উত্তর: গারো সম্প্রদায়।

প্রশ্ন ৫। মাতৃসূত্রীয় পরিবারব্যবস্থা প্রচলিত আছে কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে?
উত্তর: গারো।

প্রশ্ন ৬। কোন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন গোত্রের ছেলেকে বিবাহ করতে হয়?
উত্তর: গারো সম্প্রদায়ে।

প্রশ্ন ৭। গারো সম্প্রদায়ের কোথায় বিবাহ সম্পন্ন হয়?
উত্তর: চার্চে।

প্রশ্ন ৮। কিসের ওপর কেন্দ্র করে জেলেদের জীবনযাপন গড়ে ওঠে?
উত্তর: সমুদ্র।

প্রশ্ন ৯। প্রকৃতি প্রদত্ত পরিবেশকে কী বলে?
উত্তর: প্রাকৃতিক পরিবেশ।

প্রশ্ন ১০। জেলেরা কোথায় মাছ বিক্রি করে?
উত্তর: হাট-বাজারে।

প্রশ্ন ১১। সবচেয়ে আরামদায়ক পোশাক কোনটি?
উত্তর: লুঙ্গি।

প্রশ্ন ১২। বিয়েতে কিসের আয়োজন করা হয়?
উত্তর: বিভিন্ন খাবারের।

প্রশ্ন ১৩। দকমান্দা কী?
উত্তর: ঐতিহ্যবাহী পোশাক।।

প্রশ্ন ১৪। গারো ভাষায় লেখার জন্য কী নেই?
উত্তর: বর্ণমালা নেই।

প্রশ্ন ১৫। অন্বেষার বিয়ে দেখার ইচ্ছে কার ছিল?
উত্তর: অন্বেষার নানির।

প্রশ্ন ১৬। অন্বেষার নানি তার নানাকে কী উপহার দিয়েছিল?
উত্তর: আংটি।

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। ঐতিহাসিক প্রেক্ষাপট কাকে বলে?
উত্তর: ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে বোঝায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় ঘটনা যা একটি পাঠ্য লেখাকে প্রভাবিত করে।

প্রশ্ন ২। সাংস্কৃতিক প্রেক্ষাপট কাকে বলে?
উত্তর: সাহিত্য থেকে পাওয়া একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একদল ব্যক্তির মধ্যে ভাগ করা বিশ্বাস, রীতিনীতি এবং মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে, এটিই সাংস্কৃতিক প্রেক্ষাপট।

প্রশ্ন ৩। সামাজিক প্রেক্ষাপট কাকে বলে?
উত্তর: আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ করি, যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সেটা করি তাকে সামাজিক প্রেক্ষাপট বলে।

প্রশ্ন ৪। ভূপ্রকৃতি কাকে বলে
উত্তর: ভূপ্রকৃতি হলো সমগ্র পৃথিবী বা তার কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনা।

প্রশ্ন ৫। জেলেদের ঘরবাড়ি কী দিয়ে তৈরি?
উত্তর: জেলেদের ঘরবাড়ি ছনের তৈরি।

প্রশ্ন ৬। গারো সম্প্রদায়ের বাসস্থান বাংলাদেশের কোন কোন জেলায়?
উত্তর: ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ইত্যাদি জেলায় গারো ‘সম্প্রদায় বসবাস করে।

প্রশ্ন ৭। গারো সম্প্রদায়ের লিখিত ভাষা কোনটি?
উত্তর: গারো সম্প্রদায়ের নিজস্ব কোনো ভাষা নেই। তারা বাংলা হরফে লিখে তাদের মনের ভাব প্রকাশ করে।

প্রশ্ন ৮। গারোদের সমাজব্যবস্থা কীরূপ?
উত্তর: গারো সমাজে মাতৃসূত্রীয় সমাজব্যবস্থা প্রচলিত। ফলে সম্পত্তি, বংশ, নাম উত্তরাধিকার সূত্রে মাতা থেকে কন্যার ওপর বর্তায়।

প্রশ্ন ৯। প্রাকৃতিক পরিবেশের উপাদান কী কী?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ হলো- আকাশ বাতাস, পাহাড়-পর্বত, নদনদী, সাগর-মহাসাগর, পানি, মাটি, পশুপাখি, চাঁদ-সূর্য, গ্রহ-নক্ষত্র, গাছপালা ইত্যাদি।

প্রশ্ন ১০। সামাজিক পরিবেশের উপাদান কী কী?
উত্তর: ক্লাব, সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাট-বাজার, দোকানপাট, রাস্তাঘাট, খেলার মাঠ, ঘরবাড়ি, নাট্য সমিতি, সাহিত্য ও বিতর্কসভা, অফিস-আদালত ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান।

প্রশ্ন ১১। গারোদের সমাজব্যবস্থা কেমন?
উত্তর : গারোদের সমাজব্যস্থা মাতৃতান্ত্রিক।

প্রশ্ন ১২। জেলে সম্প্রদায়ের লোকেরা কোথায় বসবাস করে?
উত্তর: জেলে সম্প্রদায়ের’ লোকেরা নদী ও সমুদ্র তীরবর্তী এলাকাতে বসবাস করে।

প্রশ্ন ১৩। সমুদ্রে ঝড়ের আশঙ্কা হলে সমুদ্র তীরবর্তী মানুষ কী করেন?
উত্তর: সমুদ্রে ঝড়ের আশঙ্কা হলে সমুদ্র তীরবর্তী মানুষ স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।

প্রশ্ন ১৪। দকমান্দা বলতে কী বোঝায়?
উত্তর: দকমান্দা বলতে গারো মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাককে বোঝায়।

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণি ১ম অধ্যায় বড় প্রশ্ন

প্রশ্ন ১। জেলে সম্প্রদায়ের ঘরবাড়ি দেখতে কেমন? তাদের জীবন-যাপন সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: জেলে সম্প্রদায়ের ঘরবাড়ি ছনের তৈরি। জেলে সম্প্রদায়ের জীবন গড়ে ওঠে সমুদ্রকে ঘিরে। সমুদ্র তীরবর্তী এলাকায় মূলত জেলেদের বসবাস। তারা সমুদ্রে মাছ ধরে এবং বাজারে বা হাটে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। জেলেদের জীবনযাপন ও ভাষা অন্য বাংলা ভাষাভাষী মানুষের থেকে আলাদা। জেলেদের পরিধেয় প্রধান বস্ত্র লুঙ্গি।

সমুদ্রের তীরে ঘরবাড়ি হওয়ায় তারা বিপদ সংকেতের মাধ্যমে ঝড়ের পূর্বাভাস পায়। তখন তারা তাদের পরিবার নিয়ে আশ্রয়স্থলে আশ্রয় নেয়। জেলেদের জীবনযাপন, নদী, নৌকা, জাল, মাঝিমাল্লা, মাছ ইত্যাদিকে ঘিরে চলছে অতীতকাল থেকেই। মাঝে মাঝে সমুদ্রের পানির ওপর মাছের ট্রলারে গা ভাসিয়ে দিয়ে জোরগলায় গান ধরেন।

প্রশ্ন ২। গারো ‘পরিবারে প্রধান কে? গারোদের পারিবারিক কাঠামোর বর্ণনা দাও।
উত্তর: গারো পরিবারে মাতা হলেন পরিবারের প্রধান। গারো পরিবারে মাতৃতান্তিক সমাজব্যবস্থা চালু রয়েছে। বংশ পরম্পরায় নারীরা সম্পত্তির উত্তরাধিকার নির্ধারিত হয়। সম্পত্তি শুধু মেয়েদের, পুরুষদের উত্তরাধিকার বলতে কিছুই নেই। তবে পরিবারের সকল কন্যা সম্পত্তির অংশীদার হয় না।

সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। গারো সম্প্রদায়ের রীতি অনুসারে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয়। গারো সম্প্রদায়ে বিয়ের ক্ষেত্রে মেয়েপক্ষ থেকে প্রস্তাব আসে। গারোরা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় সাধারণত চার্চে তাদের বিবাহ সম্পন্ন হয়ে থাকে।

প্রশ্ন ৩। গারোদের বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে? গারোদের আচার-অনুষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, ময়মনসিংহ, নেত্রকোণা, টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে গারোদের বসবাস। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা। এই সময়ে তারা সূর্য দেবতা সালজং-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন।

সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করেন। এছাড়া গারোরা আচার-অনুষ্ঠান হিসেবে বড়দিন, নববর্ষ প্রভৃতি পালন করে থাকে।

প্রশ্ন ৪। প্রাকৃতিক পরিবেশ কী? কীভাবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মানুষের জীবনকে প্রভাবিত করে? প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখ।
উত্তর: সাধারণত প্রকৃতি প্রদত্ত পরিবেশকেই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মানুষ ও জীবের জীবনযাপনকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে আকাশ- বাতাস, পাহাড়-পর্বত, নদনদী, সাগর-মহাসাগর, পানি, মাটি, পশুপাখি, চাঁদ-সূর্য, গ্রহ-নক্ষত্র, গাছপালা ইত্যাদি।

প্রশ্ন ৫। সামাজিক পরিবেশ কী? সামাজিক পরিবেশের উপাদানগুলোর নাম লিখ।
উত্তর: সমাজে বসবাসরত মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এমনসব উপাদানের সমষ্টি হলো সামাজিক পরিবেশ।সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো- ক্লাব, সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, হাট-বাজার, দোকানপাট, রাস্তাঘাট, খেলার মাঠ, বাড়িঘর, নাট্য সমিতি, সাহিত্য ও বিতর্কসভা, অফিস-আদালত ইত্যাদি।


আরও দেখুন: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সকল অধ্যায় প্রশ্নোত্তর


‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৯ম শ্রেণি ১ম অধ্যায়’ নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Leave a Comment